• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ বিশ^খ্যাত সাঁতারু অরুণ নন্দীর চতুর্দশ মৃত্যুবার্ষিকী

প্রকাশ:  ১৬ নভেম্বর ২০২২, ১৩:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বিশ^খ্যাত সাঁতারু অরুণ কুমার নন্দীর চতুর্দশ মৃত্যুবার্ষিকী আজ ১৬ নভেম্বর বুধবার। মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলোতে অবিরাম সাঁতারে বিশ^ রেকর্ড সৃষ্টিকারী, চাঁদপুর জেলার অন্যতম শ্রেষ্ঠ সন্তান, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত দেশের বরেণ্য ক্রীড়াবিদ, কিংবদন্তী সাঁতারু অরুণ নন্দী ২০০৮ খ্রিস্টাব্দের এইদিনে বাংলাদেশ সময় সকাল ১০টায় ভারতের কোলকাতাস্থ বিরাটিতে তাঁর ছোট বোনের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তাঁর শেষ ইচ্ছানুসারে ভারত থেকে তাঁর লাশ বাংলাদেশে এনে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন শেষে ১৮ নভেম্বর ২০০৮ সন্ধ্যা ৭টায় চাঁদপুর শহরের ইচলী মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়। এ ব্যাপারে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের তৎকালীন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সর্বাধিক পঠিত